এবার বন্ধ ঘোষণা করা হলো দেশের সকল ইপিজেড

এবার বন্ধ ঘোষণা করা হলো দেশের সকল ইপিজেড





আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশের ৮টি ইপিজেড (রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা) বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। 

আজ গণমাধ্যমে দেয়া এক বার্তায় এমন তথ্য জানান বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের মহা ব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর। 

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধ কল্পে আগামী ৬ থেকে ১৪ এপ্রিল দেশের সব ইপিজেড এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় ইপিজেডের সকল কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। 

এরফলে ইপিজেড সমূহের মধ্যে অবস্থিত তৈরি পোশাকসহ মোট ৪৭৪টি কারখানা বন্ধ থাকবে। 







সূত্রঃ যমুনা টিভি (অনলাইন) 

Sohel Hosain

আমি মো: সোহেল হোসেন। আমি লেখালেখি করতে ভালবাসি। এটি আমার ব্যক্তিগত ব্লগ। ধন্যবাদ। facebook twitter youtube

Post a Comment

Thank You.

Previous Post Next Post