করোনার ধাক্কা কাটিয়ে উঠতে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

করোনার ধাক্কা কাটিয়ে উঠতে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা







করোনার ধাক্কা কাটিয়ে উঠতে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবনে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব উত্তরণের জন্য ‍প্রণোদনা প্যাকেজ ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 


প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় যথা সময়ে ব্যবস্থা দেওয়ায় দেশে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। করোনায় আক্রান্তদের মাঝে সুস্থতার হার বেশি। তাই আতংকিত না হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 


করোনা পরিস্থিতির কারণে দেশের  শিল্প খাতে ধস নেমেছে বলেও মন্তব্য করেন তিনি। অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ নিরুসাহিত করা হবে একই সাথে স্বল্প সুদে ব্যাংক ঋণ দেয়া হবে। 


তিনি আরো জানান, বিনামূল্যে খাদ্য বিতরণ করা হবে। ব্যাংকিং সেক্টরের জন্য ৩০ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল গঠন করা হবে। ক্ষুদ্র শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল ফান্ড গঠন করা হবে। 

এসময় প্রধানমন্ত্রী ঘরে বসে দেশবাসীকে নববর্ষ উদযাপনের আহবান জানান। 








সূত্রঃ যমুনা টিভি (অনলাইন) 

Sohel Hosain

আমি মো: সোহেল হোসেন। আমি লেখালেখি করতে ভালবাসি। এটি আমার ব্যক্তিগত ব্লগ। ধন্যবাদ। facebook twitter youtube

Post a Comment

Thank You.

Previous Post Next Post